গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষে

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

Radio Today News

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৩, ২৬ ডিসেম্বর ২০২৫

Google News
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষে

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগদান করছেন। বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের পর তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন। 

আবু হানিফ বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপির সদস্য পদ নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তিনি আরও জানান, রাশেদ খাঁনের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাশেদ খাঁনের বিএনপিতে যোগদানের খবরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের