বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার দুপুরে পৌণে দুইটার দিকে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান।
বিএনপি সূত্রগুলো বলছে, আজ থেকে তিনি বিএনপির গুলশান কার্যালয় থেকে নিয়মিত দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তারেক রহমান।
এর পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।
শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

