নুরের দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে হাসান আল মামুন

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

Radio Today News

নুরের দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে হাসান আল মামুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৭, ২৮ ডিসেম্বর ২০২৫

Google News
নুরের দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে হাসান আল মামুন

গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির সর্বোচ্চ ফোরামের এক জরুরি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ায় পদটি শূন্য হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি এই দলবদল করেছেন। তাঁর এই প্রস্থানের পর দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।

দায়িত্ব পাওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিনের রাজপথের লড়াই ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশা প্রকাশ করেছেন যে, হাসান আল মামুনের নেতৃত্বে গণ অধিকার পরিষদ তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে আরও শক্তিশালী হয়ে উঠবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের