জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বড় সাফল্য অর্জন করল চীন। শনিবার দেশটির নির্মাণাধীন সবচেয়ে উঁচু ‘হাইপারবোলিক আর্চ ড্যাম’ জলবিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের উৎপাদন ইউনিটগুলো চালু হয়েছে।
দক্ষিণ-পশ্চিম চীনের চিনশা নদীর মূল ধারায় অবস্থিত প্রকল্পটি দেশটির ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১–২০২৫) অন্যতম উদ্যোগ। সিছুয়ান-সিচাং সীমান্ত অঞ্চলের চিনশা নদীর উজানে এটিই সবচেয়ে বড় সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা ২২ লাখ ৪০ হাজার কিলোওয়াট।
প্রকল্পটিতে ছিল নানা প্রকৌশলগত চ্যালেঞ্জ। উচ্চতা ছাড়াও তীব্র শীত ও ভূগাঠনিক প্রতিকূলতার মধ্যেই নির্মিত হয়েছে এই বাঁধ। বাঁধটির সর্বোচ্চ উচ্চতা ২১৭ মিটার।
উল্লেখ্য, বৈরী পরিবেশে বছরজুড়ে নিরবচ্ছিন্নভাবে কংক্রিট ঢালাইয়ের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে চীন, যা এ ধরনের নির্মাণকাজ সহজ করে দিয়েছে।
পুরোদমে উৎপাদন শুরু হলে এই কেন্দ্র থেকে বছরে ১০২০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে। এতে বছরে সাশ্রয় হবে প্রায় ৩১ লাখ টন কয়লা এবং কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে ৮৩ লাখ টন।
রেডিওটুডে নিউজ/আনাম

