নতুন আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন । শনিবার সিছুয়ানের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ফেংইউন–৪ ০৩ নামের আবহাওয়া স্যাটেলাইটটি লং মার্চ–৩বি ক্যারিয়ার রকেটে করে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
এই মিশনের মাধ্যমে লং মার্চ রকেট সিরিজের মোট উৎক্ষেপণ সংখ্যা দাঁড়াল ৬২১টিতে। আবহাওয়া স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণ, দুর্যোগ পূর্বাভাস এবং জলবায়ু গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
রেডিওটুডে নিউজ/আনাম

