বেইজিং-থিয়ানচিন-হ্যপেই অঞ্চল, ইয়াংজি রিভার ডেল্টা অঞ্চল এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় “বিউটিফুল চায়না ইনিশিয়েটিভ” বাস্তবায়নে তিনটি বিশেষ কর্মপরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে চীনের স্টেট কাউন্সিল। শুক্রবার বেইজিংয়ে চীনের পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উচ্চমানের উন্নয়নের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব কর্মপরিকল্পনা পরিবেশ সুরক্ষা ও বাস্তুসংস্থান রক্ষায় দীর্ঘদিনের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে এবং দেশের সামগ্রিক ‘বিউটিফুল চায়না’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই পরিকল্পনায় পরিবেশের গুণগত মান উন্নয়ন, শিল্প ও জ্বালানি কাঠামো আধুনিকায়ন এবং আঞ্চলিক যৌথ শাসনব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপনে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং দূষণ ও কার্বন নিঃসরণ একযোগে হ্রাসে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
এ অঞ্চলের জন্য প্রস্তাবিত পরিকল্পনায় সবুজ উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় সমন্বিত আইন প্রয়োগ, অঞ্চলভিত্তিক পরিবেশ নিয়ন্ত্রণ এবং স্মার্ট গভর্ন্যান্স বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষ্য হলো—উচ্চমানের সুরক্ষার মাধ্যমে উচ্চমানের উন্নয়নের একটি মডেল অঞ্চল গঠন।
চীনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অঞ্চলগুলোর সঙ্গে সমন্বয় করে এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং দৃশ্যমান ফল নিশ্চিত করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

