ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

Radio Today News

ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ২৯ ডিসেম্বর ২০২৫

Google News
ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে আগামী ১৫ বছর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'রিভাইসড পিস প্ল্যান' বা সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয়।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে একটি চুক্তি প্রায় "৯৫ শতাংশ সম্পন্ন"। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ১৫ বছর না, আগামী ৫০ বছর পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তা চান।

ভলোদিমির জেলেনস্কি বলেন যে, ভূখণ্ড এবং রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এই দু'টো বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়েও খুব একটা আলোচনা হয়নি।

রাশিয়া আগে সংশোধিত শান্তি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশগুলো প্রত্যাখ্যান করেছিল।

তবে সোমবার ক্রেমলিনের একজন মুখপাত্র ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সাথে একমত হন যে শান্তি খুব সন্নিকটে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের