এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি অভিনেত্রী শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিওকে ‘অত্যন্ত ভয়াবহ ও আপত্তিকর’ বলে মন্তব্য করেছে মুম্বাই হাইকোর্ট। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইট থেকে এসব কনটেন্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। নিজের ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) লঙ্ঘনের অভিযোগ এনে শিলপা শেঠি বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ওই আবেদনের শুনানি শেষে আদালত অভিনেত্রীর পক্ষেই রায় দেয়।
বিচারপতি অদ্বৈত শেঠনা মামলার শুনানি শেষে বলেন, বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা ছবিগুলো প্রাথমিকভাবে অত্যন্ত বিরক্তিকর ও চরমভাবে আপত্তিকর। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোনও ব্যক্তিত্ব বিশেষ করে কোনো নারীকে তার অজ্ঞাতসারে ও অনুমতি ছাড়া এমনভাবে উপস্থাপন করা যায় না, যা তার মৌলিক গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে। আদালত উল্লেখ করে, এ ধরনের ছবি শিলপা শেঠির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করতে পারে। ‘ন্যায়বিচারের স্বার্থে’ সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে ওই কনটেন্টের ইউআরএল ডিলিট ও অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
শিল্পা শেঠির দায়ের করা মামলায় বলা হয়, এআই টুল ব্যবহার করে তার কণ্ঠস্বর ও আচরণ নকল করা হয়েছে। তার ছবি ও ভিডিও বিকৃত করে তৈরি করা হয়েছে বিভিন্ন অশালীন কনটেন্ট, বই ও পণ্য। এসব কাজে তার কোনো অনুমতি নেয়া হয়নি। তিনি আদালতের কাছে আবেদন জানান, যেন তার নাম, ছবি, কণ্ঠস্বর বা পরিচিতি ব্যবহার করে আর কোনো কনটেন্ট তৈরি বা প্রচার না করা হয়।
অন্যদিকে, সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘সুখী’ সিনেমায় দেখা গিয়েছিল শিল্পা শেঠিকে। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল না হলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল। আগামী ২০২৬ সালে তিনি ফের বড় পর্দায় ফিরছেন কন্নড় প্যান-ইন্ডিয়া সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’–এ।
রেডিওটুডে নিউজ/আনাম

