ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ লরির সংঘর্ষ, চালক-হেলপার নিহত

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

Radio Today News

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ লরির সংঘর্ষ, চালক-হেলপার নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৫, ২৮ ডিসেম্বর ২০২৫

Google News
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ লরির সংঘর্ষ, চালক-হেলপার নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে দুই লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক লরির চালক ও তার হেলপার নিহত হয়েছেন।রবিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে বাড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত লরি চালক আব্দুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে। তার সহকারী শাকিল (২২) একই থানার মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উপপরিদর্শক ফারুক হোসেন জানান, ঘন কুয়াশার কারণে উপজেলার ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী লরিকে পেছনে থাকা আরেকটি লরি সজোরে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মহাসড়কের নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গুরুতর আহত চালকের সহকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। 
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, লরি গাড়ির হেলপারকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানায় আনা হয়েছে।নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের