ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা-কুতুবা ইউনিয়নের ইদারারমূল কেন্দ্র মাদরাসার সামনে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, একটি সিএনজিতে করে ছয়জন যাত্রী ভোলার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মোড় অতিক্রম করার সময় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন— লালমোহন উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নের আবু তাহেরের ছেলে মিজান, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরামপুর ৪ নম্বর ওয়ার্ডের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে মো. রিয়াজ উদ্দিন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর আজমিরা আমরিন (লালমোহন মডেল মাদরাসার শিক্ষক আজিম উদ্দিন খানের মেয়ে) মারা যান।
আহত অপর দুইজন হলেন সিএনজি চালক তাজল ও এক কিশোর ফারহান। স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
রেডিওটুডে নিউজ/আনাম

