সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে তারা এই সৌজন্য সাক্ষাতে আসেন।
বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির।
এ সময় আমির খসরু বলেন, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা এসেছেন। জনগণের ভোটে নির্বাচিত হলে, দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। তারেক রহমানের প্রতি আস্থা আছে বলেই তার পরিবারের প্রতি সম্মান দেখিয়েছে বিভিন্ন দেশের নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা পুনর্ব্যক্ত করেন বিজিথা হেরাথ।
রেডিওটুডে নিউজ/আনাম

