শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও চার দফা দাবি আদায়ে আগামীকাল থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই নতুন কর্মসূচির ডাক দেন।
বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রশাসনের প্রতি একটি কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে। সংগঠনের মূল বক্তব্যগুলো নিচে তুলে ধরা হলো—
আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করতে হবে।
হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আগামী দুই দিন দেশের সকল 'বাংলাদেশপন্থী' রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে সংগঠনটি।
৭ জানুয়ারির মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশে আরও কঠোর ও সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।
আজ শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালীন আবদুল্লাহ আল জাবের বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইনকিলাব মঞ্চের নেতারা মনে করছেন, এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানেই অপরাধীদের রক্ষা করার সুযোগ করে দেওয়া। তাই জনমত গঠন ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতেই 'মার্চ ফর ইনসাফ' এবং রাজনৈতিক আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

