তারেক রহমানের উপস্থিতিতে আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

Radio Today News

তারেক রহমানের উপস্থিতিতে আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০১, ২ জানুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের উপস্থিতিতে আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর নামাজের পর আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

দোয়া মাহফিলে অংশ নিতে বিকাল চারটার দিকেই মসজিদে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান এবং তাদের সন্তানরা। 

দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। 

এদিকে দলীয় নেতাকর্মী ছাড়াও কয়েক বিপুলসংখ্যক সাধারণ মানুষ এই মিলাদে শরিক হন। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের