চীনের মহাকাশ স্টেশনে সফল অভিযান শেষে বীরদর্পেই ফিরেছে ওরা। মহাকাশচারীদের মতো ওদেরও চাই বিশেষ পরিচয়। আর তাই চার ইঁদুর-নভোচারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে চাইনিজ একাডেমি অব সায়েন্সেস। শনিবার এক অনুষ্ঠানে তাদের নাম ও কার্টুন চিত্র প্রকাশের মাধ্যমে উদযাপন করা হয় তাদের বীরত্ব।
ইঁদুরগুলোর নাম— ওয়াংথিয়ান, লানইউয়ে, চুইইয়ুন এবং চুমেং। নামের অর্থ যথাক্রমে—‘আকাশের পানে চেয়ে থাকা’, ‘চাঁদকে ছোঁয়া’, ‘মেঘের পিছু ছোটা’ এবং ‘স্বপ্নকে অনুসরণ’। সিনহুয়া নিউজ এজেন্সির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রস্তাবিত নামের মধ্য থেকে চারটি নাম চূড়ান্ত করা হয়েছে। ইঁদুরগুলোর কার্টুনচিত্রও উন্মোচন করা হয় এদিন।
গবেষণা সংস্থা সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর শেনচৌ-২১ মহাকাশযানে চড়ে এই চার ইঁদুর মহাকাশে পাড়ি জমিয়েছিল। ৪৮টি ইঁদুরের মধ্য থেকে শারীরিক সক্ষমতা যাচাই করে ৬, ৯৮, ১৫৪ এবং ১৮৬ নম্বরধারী চারটি ইঁদুরকে বাছাই করা হয়েছিল। ১৪ নভেম্বর শেনচৌ-২০ মিশনের নভোচারীদের সাথে তারা পৃথিবীতে ফিরে আসে।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের প্রাণিবিদ্যা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ লি থিয়ানতা জানান, ইঁদুরগুলো ফেরার পরই আমরা অনেক ধরনের গবেষণা শুরু করেছি। মহাকাশের পরিবেশ স্তন্যপায়ী প্রাণীর শারীরিক গঠন এবং আচরণের ওপর, বিশেষ করে মানসিক চাপ ও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতায় কী ধরনের প্রভাব পড়ে, তা উদ্ঘাটন করাই ছিল মূল লক্ষ্য।
এই মহাকাশ অভিযানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে চীনের ন্যাশনাল জুয়োলজিক্যাল মিউজিয়ামে ‘ফ্লাইং মাইস’ থিমে এক মাসব্যাপী একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

