কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চীনা অর্থায়নে নির্মাণ করা হলো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবেশবান্ধব বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ বলেন, "এই কারখানাটি শহরের বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে। একইসাথে এটি বিদ্যুৎ উৎপাদন এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এই প্রকল্পটি রাজধানীর পরিবেশের মান উন্নত করার পাশাপাশি জনগণের বিদ্যুৎ চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকল্পটির নির্মাণ ও পরিচালনার সম্পূর্ণ অর্থায়ন করেছে চীনের 'হুনান চুনসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেড'। কোম্পানির চেয়ারম্যান তাই তাওকুও জানান, তারা প্রকল্পটি নিরাপদ, স্থিতিশীল এবং পরিবেশবান্ধব উপায়ে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উন্নয়নের সুফল সরাসরি স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
২০২৪ সালের আগস্টে এই কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল। কেন্দ্রটির দৈনিক ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে, তবে প্রাথমিক পর্যায়ে এটি প্রতিদিন ১ হাজার টন বর্জ্য দিয়ে কাজ শুরু করবে।
এখান থেকে বছরে প্রায় ১৪ কোটি ৬০ লক্ষ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হবে। এই প্রকল্প বার্ষিক প্রায় ১ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের অন্তত ২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

