আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৬ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৬ পৌষ ১৪৩২

Radio Today News

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৫, ৩০ ডিসেম্বর ২০২৫

Google News
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো তাঁর মৃত্যুর খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। 

রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার দীর্ঘদিনের অসুস্থতার পর মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তাতে আরো বলা হয়েছে, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হন। পরবর্তীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। দুই নেত্রী কয়েক দশক ধরে পালাক্রমে রাষ্ট্রক্ষমতায় ছিলেন।

বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) জানিয়েছে, দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, খালেদা জিয়া লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুকে ও হৃদযন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামে আলা জাজিরার প্রতিবেদন করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর দল ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) জানায়, স্থানীয় সময় ভোর ৬টা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

সিএনএন শিরোনাম করেছে, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার ৮০ বছর বয়সে মৃত্যু হয়েছে’। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক প্রজন্মজুড়ে গভীর প্রভাব ফেলেছেন। আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেশের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

প্রতিবেদনে আরো বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হতে হয়। তবে তিনি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা শেষ দুর্নীতির মামলায় খালাস দেন। এতে করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার আইনি সুযোগ তৈরি হয়েছিল।

বিএনপির বিবৃতিতে আরো বলা হয়, ২০২০ সালে অসুস্থতার কারণে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার পরিবার তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তৎকালীন সরকারকে অন্তত ১৮ বার আবেদন করেছিল। তবে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসন এসব আবেদন প্রত্যাখ্যান করে।

ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দলের ফেসবুক পেজে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এনডিটিভি শিরোনাম করেছে, ‘দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন। মঙ্গলবার তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি লিভারের জটিল রোগ অ্যাডভান্সড সিরোসিসে ভুগছিলেন। এ ছাড়া তাঁর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুকে সমস্যা এবং হৃদ্‌রোগজনিত জটিলতাও ছিল।

টিআরটি ওয়ার্ল্ড ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। খালিজ টাইমস শিরোনাম করেছে, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছে।

সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খালেদা জিয়ার মৃত্যুর খবর বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের