খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের শোক প্রকাশ

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৬ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৬ পৌষ ১৪৩২

Radio Today News

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের শোক প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৪, ৩০ ডিসেম্বর ২০২৫

Google News
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে প্রকাশিত বার্তায় এ কথা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

"মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে", শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন। বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোকবার্তা পাঠান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিসেস জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

খালেদা জিয়ার অবর্তমানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কের এই ধারা বজায় রাখবে বলে জানান মি. ইয়াও।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের