শীতে নারীরা কোন বিষয়গুলোর ওপর বেশি খেয়াল রাখবেন

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

Radio Today News

শীতে নারীরা কোন বিষয়গুলোর ওপর বেশি খেয়াল রাখবেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৮, ১ জানুয়ারি ২০২৬

Google News
শীতে নারীরা কোন বিষয়গুলোর ওপর বেশি খেয়াল রাখবেন

শীতের সময়ে শরীরে এক নীরব পরিবর্তন আসে। দিনের আলো কমে যাওয়া, রাত বড় হওয়া আর দৈনন্দিন রুটিনে পরিবর্তন—সবকিছুই নারীদের শরীরে আলাদা প্রভাব ফেলে। শুধু এনার্জি কমে যাওয়া বা মেজাজ পরিবর্তন নয়, শীতের প্রভাব পড়ে হরমোন, ঋতুস্রাবচক্র ও সার্বিক প্রজনন স্বাস্থ্যের ওপরও।

শীতকালে সূর্যের আলো কম পাওয়ার ফলে শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোন ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করলেও এর প্রভাব পড়ে শরীরে। ফলস্বরূপ এনার্জি কমে যায়, মনমরা ভাব ও ধীরগতির মেটাবলিজম দেখা দেয়।

অনেক নারীর মাসিক চক্রে পরিবর্তন, রাগ বা খিটখিটে মেজাজ, অস্বাভাবিক খাবারের ইচ্ছা কিংবা বেশি রক্তপাতের মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে যাদের পিসিওএস বা থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে শীতকালে উপসর্গ আরো বেড়ে যায়।

শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সময়ে সর্দি-কাশি, ভাইরাল সংক্রমণ সহজেই হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে শরীরে প্রদাহ বাড়ে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে অনেক নারীর ইউরিন ইনফেকশন, পেলভিক অস্বস্তি বা পুরনো গাইনোকোলজিক সমস্যাগুলো আবার মাথাচাড়া দেয়।

খাবারের দিক থেকেও শীতকালে বাড়তি সতর্কতা দরকার। শীত এলেই ভারী ও বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবারের দিকে ঝোঁক বাড়ে। কিন্তু অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার পিএমএস, ফোলাভাব ও ক্লান্তি আরো বাড়িয়ে দিতে পারে।

শীতকালে মৌসুমি ফল, শাক-সবজি, প্রোটিন, ভালো ফ্যাট ও হালকা মসলাযুক্ত খাবার খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

এ ছাড়া শীতকালে সূর্যের আলো কম পাওয়ায় অনেক নারীর ভিটামিন ডি-এর ঘাটতি হয়, যা হরমোন, ওজন ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলে। এক্ষেত্রে হালকা শরীরচর্চা, নিয়মিত হাঁটা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া জরুরি।

শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের দিকটাও সমান গুরুত্বপূর্ণ। শীতে ‘ফিল গুড’ হরমোন সেরোটোনিন নিঃসরণ কমতে পারে, ফলে মন খারাপ, অবসাদ বা বিরক্তি দেখা দেয়। অতিরিক্ত স্ট্রেস হলে তা ওভুলেশন ও মাসিক চক্রেও প্রভাব ফেলে। তাই পর্যাপ্ত ঘুম, রোদে বসা, মানসিক বিশ্রাম নেওয়া খুব দরকার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের