ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার স্মরণে রাখা শোকপুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এক্স-এর একটি পোস্টে তিনি লেখেন, ‘নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।’
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ককর ঢাকায় আসেন। এই সফরে তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন এবং তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও তুলে দিয়েছেন।
মাত্র কয়েকদিন আগে, দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। গত ২৩ ডিসেম্বর বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
তার আগে ২০ ডিসেম্বর কয়েকজন বিক্ষোভকারী রাতের অন্ধকারে হাইকমিশনের সামনের রাস্তা ঘিরে হুমকিস্বরূপ স্লোগান দেয়। এই ঘটনার পর দুইদেশের কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
তবুও কয়েক দিনের মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে বাংলাদেশ দূতাবাসে আসলেন—যা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

