উৎপাদন সনদ পেল চীনের তৈরি সবচেয়ে বড় এয়ারশিপ

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

Radio Today News

উৎপাদন সনদ পেল চীনের তৈরি সবচেয়ে বড় এয়ারশিপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৫, ২ জানুয়ারি ২০২৬

Google News
উৎপাদন সনদ পেল চীনের তৈরি সবচেয়ে বড় এয়ারশিপ

চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি) থেকে উৎপাদন সনদ পেয়েছে দেশটির তৈরি সবচেয়ে বড় এয়ারশিপ ‘এএস৭০০’। এটি তৈরি করেছে হুবেই প্রদেশের চিংমেনে অবস্থিত চীনের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি)।

এর মধ্য দিয়ে এয়ারশিপটির ডেলিভারি ও বাণিজ্যিক ফ্লাইট সেবার পথ খুলে গেল। এটি চীনের প্রথম মানববাহী এয়ারশিপ, যা দেশীয় সনদ পেল।

এভিআইসি জানায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে টাইপ সার্টিফিকেট পাওয়ার পর এবার উৎপাদন সনদ অর্জনের মাধ্যমে এএস৭০০ প্রকল্পে নতুন মাইলফলক যুক্ত হলো। এখন পর্যন্ত এএস৭০০-এর প্রোটোটাইপগুলো ১৮৭টি পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে, মোট উড্ডয়ন সময় ৬০২ ঘণ্টা।

মূলত আকাশভ্রমণ বা এরিয়াল সাইটসিয়িংয়ের চাহিদা পূরণের লক্ষ্যেই এটি তৈরি। পিস্টন ইঞ্জিনচালিত এয়ারশিপটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৪ দশমিক ১৫ মেট্রিক টন, সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার এবং সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ৩ দশমিক ১ কিলোমিটার। 

একজন পাইলটসহ সর্বোচ্চ ৯ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন এতে। এর সর্বোচ্চ ফ্লাইট রেঞ্জ ৭০০ কিলোমিটার। একটানা উড়তে পারবে সর্বোচ্চ ১০ ঘণ্টা। 

পর্যটনের পাশাপাশি খনিজ অনুসন্ধান, সামুদ্রিক নজরদারি, পুলিশ টহল, পণ্য পরিবহন এবং জরুরি উদ্ধার অভিযানেও এএস৭০০ ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন এর নকশাকারীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের