কেন্দ্রীয় গ্রামীণ সম্মেলনে গ্রাম ও কৃষকসংক্রান্ত দিকনির্দেশনা দিলেন সি চিনপিং

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

Radio Today News

কেন্দ্রীয় গ্রামীণ সম্মেলনে গ্রাম ও কৃষকসংক্রান্ত দিকনির্দেশনা দিলেন সি চিনপিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫২, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩০, ২ জানুয়ারি ২০২৬

Google News
কেন্দ্রীয় গ্রামীণ সম্মেলনে গ্রাম ও কৃষকসংক্রান্ত দিকনির্দেশনা দিলেন সি চিনপিং

বার্ষিক কেন্দ্রীয় গ্রামীণ কাজ সম্মেলন সোমবার ও মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ২০২৬ সালের জন্য চীনের গ্রামীণ কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হয়।

সম্মেলনের আগে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির একটি বৈঠকে সম্মেলন আয়োজন এবং গ্রাম ও কৃষকসংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এতে সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

সি চিনপিং বলেন, ২০২৬ সাল ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) মেয়াদের সূচনাবর্ষ। এই প্রেক্ষাপটে কৃষি, গ্রাম ও কৃষকসংক্রান্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেন, কৃষি ও গ্রামীণ আধুনিকায়নের ওপর মনোযোগ দিতে হবে, সার্বিকভাবে গ্রামীণ পুনরুজ্জীবনকে দৃঢ়ভাবে এগিয়ে নিতে হবে এবং শহর–গ্রামের সমন্বিত উন্নয়ন করতে হবে।

একই সঙ্গে খাদ্যশস্য উৎপাদন নিশ্চিত করা এবং কৃষিকে শক্তিশালী করা, গ্রামীণ জনগণের কল্যাণ সাধন ও গ্রামাঞ্চলের সমৃদ্ধি বাড়াতে সহায়ক নীতিগুলোর কার্যকারিতা আরও জোরদার করার আহ্বান জানান সি।

সম্মেলনে বলা হয়, কৃষি ও গ্রামীণ আধুনিকায়ন ছাড়া চীনের সামগ্রিক আধুনিকায়ন অসম্পূর্ণ। তাই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শস্য ও ভোজ্যতেল উৎপাদন স্থিতিশীল রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীন রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন করেছে; শস্য উৎপাদন ছাড়িয়েছে ৭১ কোটি ৪০ লাখ টন।

একই সঙ্গে কৃষকবান্ধব নীতি জোরদার, গ্রামীণ জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচনের অর্জন সংহত করা এবং গ্রামীণ শাসনব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের