এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুশফিক

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

Radio Today News

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুশফিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৮, ১ জানুয়ারি ২০২৬

Google News
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুশফিক

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন দলটির মিডিয়া সেলের সম্পাদক, যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড মুশফিক উস সালেহীন।

কারণ হিসেবে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা মানতে পারছেন না বলে তিনি স্বেচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, "সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।"

তিনি মনে করেন, এনসিপির ওই জোটে যোগদানের বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে, মুশফিক উস সালেহীনের পদত্যাগের দু'দিন আগে এনসিপি'র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আরিফ সোহেলও দল থেকে পদত্যাগ করেছেন।

একই ঘটনায় এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন তাসনিম জারাসহ একাধিক এনসিপি নেত্রীও।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের