মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখ খানকে বিজেপি নেতার হুমকি

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

Radio Today News

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখ খানকে বিজেপি নেতার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ১ জানুয়ারি ২০২৬

Google News
মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখ খানকে বিজেপি নেতার হুমকি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিপদেই পড়েছেন ‘বলিউড বাদশাহ’।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের রাজ্যের এক নেতা শাহরুখ খানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। সংগীত সোম নামের সেই নেতা শাহরুখকে সরাসরি ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছেন। মিরাটে এক জনসভায় সংগীত বলেন, ‘বিশ্বাসঘাতক অভিনেতা শাহরুখ খান ৯ কোটি রুপিতে বাংলাদেশের ক্রিকেটার (মুস্তাফিজুর) রহমানকে কিনেছেন। এ ধরনের দেশদ্রোহীদের এই দেশে থাকার কোনো অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘এই দেশের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনি যদি অর্থ উপার্জন করেন, তা এই দেশ থেকেই করেন। আর আপনি দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন।’

বিজেপি নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মুস্তাফিজের মতো খেলোয়াড়রা ভারতে এলে বিমানবন্দর থেকে বের হতে পারবেন না।’ আগামী মার্চে আইপিএলের নতুন মৌসুম মাঠে গড়ানোর কথা রয়েছে।

আধ্যাত্মিক গুরু দেবকিনন্দন ঠাকুরও মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখ খানের সমালোচনা করেছেন। বাংলাদেশি পেসারকে দলে নেয়া হলেও তাকে যেন না খেলানো হয়, সেজন্য কেকেআর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি।

এদিকে শাহরুখ খানকে হুমকি দেয়ায় সংগীতের কড়া সমালোচনা করেছেন উত্তর প্রদেশ বিধানসভার বিরোধীদলীয় নেতা মাতা প্রসাদ পান্ডে। এ ছাড়া কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতও বিজেপির কড়া সমালোচনা করে দলটিকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। তিনি এনডিটিভিকে বলেন, ‘শুধু মুসলমান বলেই তারা শাহরুখ খানকে আক্রমণ করছে।’

বিজেপির মিত্র দল এবং উত্তর প্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও সংগীত সোমের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, সংগীত আলোচনায় থাকার জন্যই এ ধরনের মন্তব্য করে থাকেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের