সুইজারল্যান্ডে বর্ষবরণের অনুষ্ঠানে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হতাহতদের মাঝে ভিনদেশী নাগরিকও রয়েছে। দুইজন ফরাসির নিহত হওয়ার খবর ইতোমধ্যে সামনে এসেছে।
পুলিশ বিবিসিকে জানায়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের শিকার হওয়া বারটি তরুণদের কাছে বেশ জনপ্রিয় ছিল। মানুষ সাধারণত ফুটবল ম্যাচ দেখার জন্য এই বিশাল বারে যায়। যদিও বারটি খুব বেশি অভিজাত বা জাকজমকপূর্ণ না, কিন্তু বিশাল।
তবে যে এলাকায় বারটি অবস্থিত, সেখানে বেশ অভিজাত এবং বিলাসবহুলতার ছাপ রয়েছে। ১৯৮০ এর দশকে ওয়ার্ল্ড কাপ স্কিইং আয়োজনের জন্য এটি বিখ্যাত এবং সেটি আবারও সেখানে ফিরছে।
ঘটনাটি ঘটেছে ক্রঁস-মঁতানায়, যা সুইজারল্যান্ডের একটি পৌরশহর, যা একই সঙ্গে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত বিলাসবহুল স্কি রিসোর্ট। স্কিইং ও শীতকালীন ভ্রমণের জন্য এটি বেশ সুপরিচিত।
এখন, ওই বারে কীভাবে আগুন লাগলো, সেই কারণ এখনও অজানা। তবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ থেকে এটি হয়েছে। লোকাল প্রসিকিউটররা মনে করছেন যে এটিকে হামলা হিসেবে দেখার সুযোগ নেই।
রেডিওটুডে নিউজ/আনাম

