বেগম খালেদা জিয়ায় জন্য শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

Radio Today News

বেগম খালেদা জিয়ায় জন্য শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৬, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:০৭, ১ জানুয়ারি ২০২৬

Google News
বেগম খালেদা জিয়ায় জন্য শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

বেগম খালেদা জিয়ায় জন্য আাগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিনের মঙ্গলবার স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের ওই পত্রটিতে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ/জেলা কার্যালয়ে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে ২ জানুয়ারি বাদ জুমআ দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের