বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল আজ

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

Radio Today News

বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৫, ২ জানুয়ারি ২০২৬

Google News
বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। 

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ্য থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাহফিলে উপস্থিত থাকবেন। 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাদ আসর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরস্থ বাসভবনেও মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে ছাত্রদল একই দিন বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।

এছাড়াও সারাদেশে সকল ইউনিট বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের