ছিনলিং স্টেশনে পৌঁছাল চীনা আইসব্রেকার সুয়েলং

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

Radio Today News

ছিনলিং স্টেশনে পৌঁছাল চীনা আইসব্রেকার সুয়েলং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ৪ জানুয়ারি ২০২৬

Google News
ছিনলিং স্টেশনে পৌঁছাল চীনা আইসব্রেকার সুয়েলং

চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযান গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। যাত্রার দুই সপ্তাহ পর সুয়েলং জাহাজ রোববার সন্ধ্যায় ছিনলিং স্টেশনে সফলভাবে পৌঁছায়। কঠিন ও বিপজ্জনক এ যাত্রায় জাহাজটিকে ঘন বরফ এবং একাধিক ঘূর্ণিঝড় পেরিয়ে এগোতে হয়েছে।

সুয়েলং এখন ছিনলিং স্টেশনের জন্য প্রায় ১,৪০০ টন রসদ আনলোড করছে, যার মধ্যে রয়েছে লজিস্টিক ও প্রকৌশল উপকরণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং জ্বালানি। জাহাজটি চোংশান স্টেশনের কাছের জলাভূমি থেকে দুই সপ্তাহ আগে রওনা হয়।

সুয়েলং ও সুয়েলং-২ প্রথমে প্রিৎজ বে’র শক্ত বরফ এলাকা অতিক্রম করে এবং পরে ক্যাওটিক আউটার আইস জোনে প্রবেশ করে। কঠিন আবহাওয়া ও ঘন বরফের কারণে এগোনো কঠিন হয়ে পড়ে। সুয়েলং-এর এক কর্মকর্তা জানান, ‘সামনের বরফ এত ঘন ছিল যে আট-সাত ঘণ্টাও আটকে থাকতে হয়েছিল।

শেষে বরফ সরতে শুরু করলে সুয়েলং নিরাপদ পথে প্রবেশ করে এবং সুয়েলং-২ আলাদা গবেষণা মিশনে পশ্চিম দিকে যাত্রা করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের