চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযান গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। যাত্রার দুই সপ্তাহ পর সুয়েলং জাহাজ রোববার সন্ধ্যায় ছিনলিং স্টেশনে সফলভাবে পৌঁছায়। কঠিন ও বিপজ্জনক এ যাত্রায় জাহাজটিকে ঘন বরফ এবং একাধিক ঘূর্ণিঝড় পেরিয়ে এগোতে হয়েছে।
সুয়েলং এখন ছিনলিং স্টেশনের জন্য প্রায় ১,৪০০ টন রসদ আনলোড করছে, যার মধ্যে রয়েছে লজিস্টিক ও প্রকৌশল উপকরণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং জ্বালানি। জাহাজটি চোংশান স্টেশনের কাছের জলাভূমি থেকে দুই সপ্তাহ আগে রওনা হয়।
সুয়েলং ও সুয়েলং-২ প্রথমে প্রিৎজ বে’র শক্ত বরফ এলাকা অতিক্রম করে এবং পরে ক্যাওটিক আউটার আইস জোনে প্রবেশ করে। কঠিন আবহাওয়া ও ঘন বরফের কারণে এগোনো কঠিন হয়ে পড়ে। সুয়েলং-এর এক কর্মকর্তা জানান, ‘সামনের বরফ এত ঘন ছিল যে আট-সাত ঘণ্টাও আটকে থাকতে হয়েছিল।
শেষে বরফ সরতে শুরু করলে সুয়েলং নিরাপদ পথে প্রবেশ করে এবং সুয়েলং-২ আলাদা গবেষণা মিশনে পশ্চিম দিকে যাত্রা করে।
রেডিওটুডে নিউজ/আনাম

