দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

মঙ্গলবার,

০৬ জানুয়ারি ২০২৬,

২৩ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

০৬ জানুয়ারি ২০২৬,

২৩ পৌষ ১৪৩২

Radio Today News

দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩০, ৫ জানুয়ারি ২০২৬

Google News
দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর সরকারের সময় ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনেজুয়েলার এই নেতা নতুন দায়িত্বে এসেই তার সুর নরম করেছেন।

রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করেন মিজ রদ্রিগেজ।

বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান, তার সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী।

“আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি,” বলেন মিজ রদ্রিগেজ।

আন্তর্জাতিক আইন মেনে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন মিজ রদ্রিগেজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের