আরো এক দফায় বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

Radio Today News

আরো এক দফায় বাড়ল এলপি গ্যাসের দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩০, ৪ জানুয়ারি ২০২৬

Google News
আরো এক দফায় বাড়ল এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে আরও এক দফায় বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

বিইআরসি নির্ধারিত দামে বাজারে গ্যাস পাওয়া নিয়ে বিভিন্ন সময় ভোক্তাদের এ নিয়ে নানা অসন্তোষ দেখা গেছে।

গত ডিসেম্বরে নির্ধারিত দাম এক হাজার ২৫৩ টাকা থাকলেও খুচরা বাজারে আরো বাড়তি দাম রাখা হতো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের