চীনের মহাকাশ গবেষণায় যোগ হলো নতুন মাইলফলক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোংছিং পৌরসভায় সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের প্রথম গুহাভিত্তিক প্রশিক্ষণ মিশন। এতে অংশ নেন মোট ২৮ জন চীনা মহাকাশচারী।
চীনের অ্যাস্ট্রোনট গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ও নেতৃত্বে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচি প্রায় এক মাস ধরে চলে। প্রশিক্ষণের আওতায় ছিল ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে রয়েছে পরিবেশ পর্যবেক্ষণ, গুহার মানচিত্র তৈরি, মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে যোগাযোগের অনুশীলন এবং দলগত মানসিক সক্ষমতা বাড়ানোর বিশেষ প্রশিক্ষণ।
চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, গুহাভিত্তিক এই প্রশিক্ষণ মহাকাশের চরম ও বিচ্ছিন্ন পরিবেশের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। ফলে মহাকাশচারীদের সমস্যা সমাধান, দলগত সমন্বয় এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
রেডিওটুডে নিউজ/আনাম

