আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করার পর, সোমবার গণমাধ্যমের সামনে এ নিয়ে বিস্তারিত কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সভাপতি জানান, বর্তমানে ভারতে গিয়ে খেলার মতো নিরাপদ পরিস্থিতি নেই বলে বোর্ড মনে করে। তিনি বলেন, আমরা বোর্ডের পরিচালকদের নিয়ে দুটি সভা করেছি। বর্তমানে আমরা সেখানে (ভারতে) নিরাপদ বোধ করছি না। বিষয়টি আমরা আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছি। যেহেতু নিরাপত্তার শঙ্কা রয়েছে, তাই আমরা আমাদের ম্যাচগুলোর ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছি।
ভেন্যু পরিবর্তনের আবেদনের পর এখন আইসিসির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসি খুব দ্রুতই এ বিষয়ে একটি সভা আহ্বান করতে পারে। তবে আইসিসি যদি ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে দেয়, সেক্ষেত্রে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে- তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, আইসিসি থেকে কী ফিডব্যাক আসবে তা আমরা এখনো জানি না। মেইলের উত্তরের ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সাথে কোনো যোগাযোগ হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানান, এটি যেহেতু আইসিসির ইভেন্ট, তাই সরাসরি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথেই যোগাযোগ রাখছেন। বিসিসিআইয়ের সাথে তাদের কোনো যোগাযোগ নেই।
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ ভিন্ন ব্যাপার। আমরা আপাতত বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে চিন্তা করছি।
মূলত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল এবং দুই দেশের মধ্যকার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিসিবি এই কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

