মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৮, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:০০, ৬ জানুয়ারি ২০২৬

Google News
মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

যশোরের মণিরামপুর উপজেলায় কপালিয়া বাজারে প্রকাশ্যে এক দুর্ধর্ষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক কথিত চরমপন্থি নেতা নিহত হয়েছেন। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার বৈরাগীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রানা প্রতাপ বৈরাগী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ আরেকটি চরমপন্থি সংগঠনের সঙ্গে তার বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আকতার ফারুক মিন্টু বলেন, ‘কপালিয়া বাজারে রানা প্রতাপ বৈরাগীর একটি বরফকল রয়েছে। আজ সন্ধ্যায় সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি জানান, রানা প্রতাপ চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন। বর্তমান তিনি বরফকলের ব্যবসা করছিলেন। 

হত্যাকাণ্ডের খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ওসি রজিউল্লাহ খান বলেন, রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের