গণভোট নিয়ে ইসিকে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

Radio Today News

গণভোট নিয়ে ইসিকে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৬, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৭, ৭ জানুয়ারি ২০২৬

Google News
গণভোট নিয়ে ইসিকে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

ভবিষ্যৎ বাংলাদেশকে অতীতের পুনরাবৃত্তি থেকে রক্ষা করতে ইলেকশন কমিশনকে (ইসি) গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা দেশের জন্য ভয়াবহ বিপর্যয়।

আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আগের সরকারের জনগণের ভোটের প্রয়োজন ছিল না, আর গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর স্পষ্ট কোনো অঙ্গীকারও নেই।

আলোচনা সভায় গণভোট কী এবং এর তাৎপর্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, জনগণকে সচেতন করাই এখন সবচেয়ে জরুরি, এবং রাজনৈতিক অধিকার আদায়ে সচেতনতা অপরিহার্য।

এ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সতর্ক করে বলেন, গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, যাকে ঠেকানো কারও পক্ষে সম্ভব হবে না। যদিও ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে তাদের অঢেল অবৈধ সম্পদ এবং দেশি-বিদেশি স্বার্থান্বেষী শক্তির কারণে সেই হুমকি এখনও বিদ্যমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের