আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

Radio Today News

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪১, ৮ জানুয়ারি ২০২৬

Google News
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে আসছেন আগামী সোমবার (১২ জানুয়ারি)। এদিন বেলা ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সড়কপথে দিনাজপুর যাবেন। তারেক রহমানের সফর-সংক্রান্ত পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) গণিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সফল করার লক্ষ্যে বুধবার রংপুর চেম্বার ভবনে রুদ্ধদ্বার বৈঠক করেন রংপুর বিভাগের ৩৩ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঐতিহাসিকভাবে পালন করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা মুখিয়ে আছি।’ 

গণিউল আজম জানান, চার দিনের কর্মসূচিতে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। তিন সেখান থেকে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেখান থেকে ফিরে রংপুরে রাত যাপন করবেন। পরদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

এই সফরে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়াও তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামছুজ্জামান সামু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণের সব ধরনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচনি আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। 

দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের খবরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেতার আগমনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন তারা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের