বিসিবির চিঠির জবাব দিয়েছে আইসিসি

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

Radio Today News

বিসিবির চিঠির জবাব দিয়েছে আইসিসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৬, ৭ জানুয়ারি ২০২৬

Google News
বিসিবির চিঠির জবাব দিয়েছে আইসিসি

ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবির দেয়া চিঠির জবাব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা জানিয়েছে, বাংলাদেশের দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। একইসঙ্গে টুর্নামেন্টে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আইসিসি। তবে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা পেলেও, ভারত সফরে রাজি নয় বাংলাদেশ।

ভারতীয় চরমপন্থিদের কাছে হার মেনে বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর থেকেই পুরো দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে বিসিবি। তারই প্রেক্ষিতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও দেয় ক্রিকেট বোর্ড।

দু’দিন পর অবশেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জবাব পেয়েছে বিসিবি। তাতে পরিষ্কারভাবে আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের উত্থাপিত দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা। একইসঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সেটিও নিশ্চিত করবে আইসিসি। তবে ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ নিরাপত্তা চায় বিসিবি।

বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, ‘নিশ্চিত করার জন্যই তো আমরা বসেছি। ক্রিকেটের নিরাপত্তা আইসিসি কিভাবে দিতে চায়, আমরা কিভাবে বুঝে নিব এবং আমরা যে স্ট্যান্টটা নিয়েছি না খেলার সেটা তো বুঝে শুনেই নিয়েছি সেটা কতটুকু ফুলফিল হবে। তার আগে আবার একটা ইস্যু দাঁড়িয়েছে মোস্তাফিজের ইস্যু। তার নিরাপত্তার জন্য আয়োজকরা স্বয়ং জানিয়েছে তারা নিরাপত্তা দিতে পারবে না। এখন যদি তারা আবার বলে নিরাপত্তা দিবে সেটা এনশিওর করার জন্য আইসিসি কি কি পদক্ষেপ নেয় তা অবশ্যই আমাদের পর্যালোচনা করতে হবে।’

ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবির অটল অবস্থানের বিপরীতে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো দাবি করে, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় কাটা যাবে পয়েন্ট। আইসিসি নাকি দিয়েছে এমন আল্টিমেটামও। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, এ ধরণের কোন চিঠিই পায়নি তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের