জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে এখন পর্যন্ত ৮৮ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সর্বমোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সবমিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট।
এছাড়াও জিএস পদে শিবিরের আব্দুল আলীম ২ হাজার ৩৫১ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট। অর্থাৎ, ১ হাজার ৩১৬ ভোটের ব্যবধানে এগিয়ে শিবিরের জিএস প্রার্থী আলীম। তবে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে জকসু নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এরমধ্যে ২০ নম্বর কেন্দ্রে (সংগীত বিভাগ) ভিপি পদে সবচেয়ে কম ভোট পেয়েছেন শিবিরের প্রার্থী রিয়াজুল। এই কেন্দ্রে ছাত্রদলের রাকিব পেয়েছেন ১২৫ ভোট। আর রিয়াজুল পেয়েছেন মাত্র ৪ ভোট। অন্যদিকে একই কেন্দ্রে জিএস পদে ছাত্রদলের খাদিজা ৪৮ ভোট পেলেও শিবিরের আলীম পেয়েছেন মাত্র ৫ ভোট।
এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

