চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো ২০২৫–২০২৬ ভেক্স রোবটিক্স এশিয়া ওপেন সিগনেচার ইভেন্ট। শিচিংশান জেলার শৌকাং পার্কে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩০টি দেশ ও অঞ্চলের সাড়ে তিন হাজারের বেশি প্রতিযোগী।
কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা বিভাগে আয়োজন করা হয় প্রতিযোগিতা। ক্ষুদ্র রোবট পরিচালনা থেকে শুরু করে জটিল রোবট নকশা, নির্মাণ ও প্রোগ্রামিং—সব ক্ষেত্রেই দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৬০০টি দল। অংশগ্রহণকারীদের মতে, এখানে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তাদের শেখার পরিসর আরও বাড়িয়ে দিচ্ছে।
স্পেনের প্রতিযোগী পল সেরা কার্নার জানালেন, ‘এখানকার দলগুলো খুব শক্তিশালী। আমরা আগে কখনও এত নিখুঁত রোবট দেখিনি। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।’
ভেক্স রোবটিক্স প্রতিযোগিতা প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয় এবং অংশ নেয় লাখো তরুণ। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বৈশ্বিক তরুণ প্রজন্মকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এই আয়োজন।
চোংকুয়ানছুন শুচি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের মহাসচিব চিয়া হাও জানালেন, ‘এই প্রতিযোগিতায় ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার শীর্ষ দলগুলো অংশ নিয়েছে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের জন্য নতুন প্রতিভা গড়ে তুলতে চাই।’
এই প্রতিযোগিতা শুধু প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের ক্ষেত্র নয়, বরং বিভিন্ন দেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়াও জোরদার করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

