সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

Radio Today News

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৬, ৯ জানুয়ারি ২০২৬

Google News
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয়দের সড়ক নির্মাণ কাজে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বাধায় নির্মাণসামগ্রী সরিয়ে  নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় সড়কটি কোথাও কোথাও নোম্যান্সল্যান্ডের ৫০ থেকে ৬০ গজ ভেতরে ঢুকে গেছে। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে সড়কের কাজ চলছিল। দুই-তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাধা দিয়ে এলেও বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। শেষ পর্যন্ত পতাকা বৈঠক হয়েছে। 

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের আজ বিকেলে বলেন, সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বিএসএফ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের