কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয়দের সড়ক নির্মাণ কাজে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বাধায় নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় সড়কটি কোথাও কোথাও নোম্যান্সল্যান্ডের ৫০ থেকে ৬০ গজ ভেতরে ঢুকে গেছে। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে সড়কের কাজ চলছিল। দুই-তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাধা দিয়ে এলেও বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। শেষ পর্যন্ত পতাকা বৈঠক হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের আজ বিকেলে বলেন, সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বিএসএফ।
রেডিওটুডে নিউজ/আনাম

