রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমস্ত নীতি ও সিদ্ধান্তের প্রতি ‘নিঃশর্ত’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার (০৯ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানায়।
পুতিনকে পাঠানো এক চিঠিতে কিম জং উন লিখেছেন, আমি আপনার সকল নীতি ও সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সম্মান এবং সমর্থন জানাবো। আপনার এবং আপনার রাশিয়ার স্বার্থে আমি সবসময় আপনার পাশে থাকতে ইচ্ছুক। আমাদের এই পথচলা হবে অপরিবর্তিত ও স্থায়ী।
চিঠিতে কিম আরও উল্লেখ করেন যে, রাশিয়ার সাথে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে তিনি সবচেয়ে মূল্যবান এবং গর্বের বিষয় হিসেবে বিবেচনা করেন। মূলত পুতিনের পাঠানো একটি অভিনন্দন বার্তার জবাবে কিম এই চিঠি পাঠান।
২০২৪ সালে উত্তর কোরিয়া ও রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির মূল শর্ত হলো যদি কোনো দেশ তৃতীয় কোনো পক্ষ দ্বারা আক্রান্ত হয়, তবে অপর দেশ তাকে সরাসরি সামরিক সহায়তা প্রদান করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

