তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত: মির্জা ফখরুল

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬,

২৭ পৌষ ১৪৩২

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬,

২৭ পৌষ ১৪৩২

Radio Today News

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০৮, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৬, ১০ জানুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে।’

এর আগে ফখরুল বলেন, ‘বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে।’

এছাড়া রাতে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে জাতীয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪’এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জেয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যানের এ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের