খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬,

২৭ পৌষ ১৪৩২

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬,

২৭ পৌষ ১৪৩২

Radio Today News

আমীর খসরু

খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:১২, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৭:১৩, ১০ জানুয়ারি ২০২৬

Google News
খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। কোনো আপোষ করেননি। বেগম জিয়া জীবনের বিনিময়ে যে উপহার দিয়ে গেছেন, সেটা আমাদের ধরে রাখতে হবে।’

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নগরের ৩৮, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত করে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি শোকাহত। দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, যিনি আমাদের আপোষহীনতা শিখিয়েছেন, তিনি হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। অথচ তিনি চাইলে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন কিন্তু উনি তা করেননি, আপোষ করেননি।’

তিনটি ওয়ার্ডের মধ্যে ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর কলসি দিঘীরপাড় মসজিদ, ৩৬ নম্বর গোঁসাইলডাঙ্গা ওয়ার্ডে বারিক মিয়া স্কুল মাঠে এবং ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের স্থানীয় এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিনটি কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের