বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য চীনা ভাষা কোর্স চালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
মঙ্গলবার বিডার উদ্যোগে বিনিয়োগ আকর্ষণে দক্ষতা বৃদ্ধি নিয়ে দিনব্যাপী এক শিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।
কর্মশালার সভাপতি আশিক চৌধুরী বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দ্রুত ও কার্যকরভাবে দেশকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, বিডা, বেজা, মিডা ও পিপিপিএ কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে।
পরে অন্যান্য কর্মকর্তাদেরও এ কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

