যারা নির্বাচনবিরোধী, তারা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আজিজুর রহমান মোসাব্বিরের পান্থপথের বাসায় যান সালাহউদ্দিন আহমদ। মোসাব্বিরের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে প্রতিহত করা যাবে না। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোসাব্বিরের স্ত্রী ও সন্তানের নেবে।
একই সময় ঢাকা-১২ আসনের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বিরোধী একটি দল চেষ্টা করছে। তবে ছোটোখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।
সাইফুল হক বলেন, নির্বাচনকে সামনে রেখে যে ডেবিল হান্ট চলছে, তাতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আরও তৎপরতা বাড়াতে হবে।
এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

