ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

রোববার,

১১ জানুয়ারি ২০২৬,

২৭ পৌষ ১৪৩২

রোববার,

১১ জানুয়ারি ২০২৬,

২৭ পৌষ ১৪৩২

Radio Today News

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৫, ১০ জানুয়ারি ২০২৬

Google News
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে নিরাপত্তার জন্য শুক্রবার (৯ জানুযারি) ইরানে ফ্লাইট স্থগিত করে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনস। তেহরানের সঙ্গে ৫টি ফ্লাইট স্থগিত রেখেছিল টার্কিশ এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে ইরানের বিভিন্ন শহরে অন্তত ১৭টি ফ্লাইটও যাত্রা করেনি। দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে।

কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তথ্য অনুযায়ী, দোহা–তেহরান রুটে দুটি ফ্লাইটও শুক্রবার বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে তেহরান, শিরাজ ও মাশহাদের মতো গুরুত্বপূর্ণ শহরের রুট রয়েছে। ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ইরানগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফ্লাইট বাতিলের সুনির্দিষ্ট কারণ তারা জানায়নি।

একই দিনে তুরস্কের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, টার্কিশ এয়ারলাইনস ১৭টি, আজেট ছয়টি এবং পেগাসাস এয়ারলাইনসও ইরানের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া কাতারের দোহা ও তেহরানের মধ্যে নির্ধারিত অন্তত দুটি ফ্লাইটও বাতিল হয়েছে।

এই ফ্লাইট বাতিলের পেছনে ইরানের সামগ্রিক পরিস্থিতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত মাসের শেষ দিকে তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইরানের ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়ে।

হঠাৎ ইরানি রিয়ালের দরপতন, উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে প্রথমে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। পরে তরুণদের বড় একটি অংশ এতে যোগ দেয়।

বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ বা সীমিত করা হয়েছে, যা বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সাম্প্রতিক অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারের বেশি মানুষ।

বিশ্লেষকদের মতে, এটি শুধু অর্থনৈতিক সংকট নয়, বরং শাসনব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকটও স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এখন আন্তর্জাতিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাতেও প্রভাব ফেলতে শুরু করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের