৬৬টি আন্তর্জাতিক সংস্থা ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

Radio Today News

৬৬টি আন্তর্জাতিক সংস্থা ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ৮ জানুয়ারি ২০২৬

Google News
৬৬টি আন্তর্জাতিক সংস্থা ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এগুলোর মধ্যে জাতিসংঘ অনুমোদিত সংস্থাও রয়েছে।

"যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থি যে কোনো আন্তর্জাতিক সংস্থা, সমঝোতা ও চুক্তি থেকে" সরে আসতে বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

আমেরিকা বলছে, এই প্রতিষ্ঠানগুলো হয় ‘অপ্রয়োজনীয়’ অথবা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত ফ্যাক্ট শিট বা তথ্যপত্র অনুযায়ী, এই সংস্থাগুলোর মধ্যে ৩১টি জাতিসংঘ অনুমোদিত সংস্থা এবং ৩৫টি জাতিসংঘের বাইরের সংস্থা যেগুলো ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি বা সার্বভৌমত্বের বিরুদ্ধে’ কাজ করে।

সব সরকারি বিভাগ এবং সংস্থাগুলোকে ‘যত দ্রুত সম্ভব’ এই সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

এই সংস্থাগুলোর তালিকায় ‘ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স'ও রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত ও ফ্রান্সের একটি যৌথ উদ্যোগ এটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের