বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

Radio Today News

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২০, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২৪, ৮ জানুয়ারি ২০২৬

Google News
বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান প্রশাসনকে সঙ্গে নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানিয়েছেন, কোথাও কোনো ধরনের বিচ্যুতি চোখে পড়লে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে জানতে চাওয়া হয়— এই প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে তিনি কতটা আশাবাদী। উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি তো এখনো আশাবাদী, করা যাবে, ইনশাআল্লাহ্।’

তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তৈরি হয়। পরিস্থিতিতে পড়লে অভিজ্ঞতা অর্জিত হয়। তারা সঠিক পথে চলবেন এবং চলতে পারবেন—এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো ক্ষেত্রে বিচ্যুতি দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ‘ঢালাওভাবে কিছু হবে না। আমরা সাধারণভাবে মনে করছি মাঠ প্রশাসন প্রস্তুত আছে এবং যোগ্য। 

তবে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই তা তাৎক্ষণিকভাবে বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদের এই সচিব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের