এলপিজি আমদানিতে ভ্যাট ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

Radio Today News

এলপিজি আমদানিতে ভ্যাট ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৮, ৮ জানুয়ারি ২০২৬

Google News
এলপিজি আমদানিতে ভ্যাট ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশের নিচে নামানোর সুপারিশ করেছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট ছাড় পুনঃপ্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, বাজারে এলপি গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপদেষ্টা পরিষদ এক বৈঠকে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি পুনর্বহাল, ১০ শতাংশের নিচে ভ্যাট আরোপ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে একমত হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে এলপিজির দাম অস্থিতিশীল হয়ে ওঠায় সরকার আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে এলপিজি আমদানির জন্য ব্যাংক ঋণ ও এলসি (লেটার অব ক্রেডিট) খোলার প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় এলপিজিকে ‘গ্রিন ফুয়েল’ হিসেবে ধরে কর কাঠামো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এনবিআর-এর কাছে অনুরোধ জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

চিঠিতে আরও বলা হয়েছে, দেশে ব্যবহৃত মোট এলপিজির প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাত আমদানি করে। শীতকালে চাহিদা বাড়লেও আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয়ভাবে সরবরাহ কমে যায়।

এর আগে, গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। 

চিঠিতে বলা হয়, এলপিজির আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে ১০ শতাংশ ভ্যাট আরোপ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট, ভ্যাট ও অগ্রিম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবটি সময়োপযোগী বলে উল্লেখ করা হয়। 

তবে সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কতটা কমবে তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য জ্বালানি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে সমন্বিত পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) সদস্যরা প্রস্তাবিত ১০ শতাংশ ভ্যাটের পরিবর্তে আমদানি পর্যায়ে শূন্য শতাংশ ভ্যাট দাবি করেছেন।

পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তটি এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থাপন করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের