জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের দাপট, আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের দাপট, আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৩, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৫, ৬ জানুয়ারি ২০২৬

Google News
জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের দাপট, আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

জানুয়ারি মাস জুড়েই দেশে শীতের দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এছাড়া দেশের অন্তত দশটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত‍্য প্রবাহ বইছে, যা আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তরের জেলা রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় এবং রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

দেশের বিভিন্ন জেলায় কনকনে শীতের আবহের মধ্যেই গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, সূর্যের আলোর কারণে আটই জানুয়ারির পর থেকে মানুষের মধ্যে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে রাতে শীতের তীব্রতা খুব একটা কমার সম্ভাবনা নেই।

তিনি বলেন, আগামী চব্বিশ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে কুয়াশার কারণে মানুষের মধ্যে শীতের অনুভূতিটা বেশিই থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের