নির্বাচনের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের আইনি সহায়তা টিম গঠন

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

নির্বাচনের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের আইনি সহায়তা টিম গঠন

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৯, ৬ জানুয়ারি ২০২৬

Google News
নির্বাচনের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের আইনি সহায়তা টিম গঠন

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা-১৭ আসনের জন্য আইনি সহায়তা টিম গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইনি সহায়তা টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন। সদস্য সচিব হিসেবে রয়েছেন ব্যারিস্টার ইজাজ কবির।

এ টিমে সদস্য হিসেবে রয়েছেন মোট ১৯ জন আইনজীবী।

আইনি সহায়তা টিমের আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন বলেন, “ঢাকা–১৭ আসনে নির্বাচনকে ঘিরে আমরা এই আইনি সহায়তা টিম গঠন করেছি। এ টিমের আহ্বায়ক হিসেবে যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করব। নির্বাচনকালে যেকোনো আইনি জটিলতায় আমরা সহায়ক ভূমিকা রাখতে চাই।"

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ১৭ আসনে নির্বাচন চলাকালীন উদ্ভূত যেকোনো আইনি পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্যই এ টিম কাজ করবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের