প্রধান সূচকে এগিয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল শিল্প

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

Radio Today News

প্রধান সূচকে এগিয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল শিল্প 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩২, ৭ জানুয়ারি ২০২৬

Google News
প্রধান সূচকে এগিয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল শিল্প 

চীনের বেসামরিক বিমান চলাচল শিল্প ২০২৫ সালে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে। সেই সঙ্গে এ খাতের সব প্রধান সূচকেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় সিভিল এভিয়েশন কর্ম সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএই) জানিয়েছে, ২০২৫ সালে এই খাতে মোট পরিবহন টার্নওভার ছিল ১৬৪ দশমিক ০৮ টন-কিলোমিটার, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। 

২০২৫ সালে যাত্রীসংখ্যা আগের বছরের চেয়ে ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৭ কোটি স্পর্শ করেছে। পাশাপাশি কার্গো ও মেইল পরিবহনের পরিমাণ ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ কোটি ১ লাখ ৭০ হাজার টনে দাঁড়িয়েছে। 

সম্মেলনে সিএএই -এর প্রধান সং চিয়ংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আন্তর্জাতিক যাত্রী ২১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতে এ হার যথাক্রমে ৫৯ দশমিক ৩ শতাংশ, ৩৩ দশমিক ৪, ৩৯ এবং ১০৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে।  বিগত বছরে এই শিল্পে মোট মুনাফা হয়েছে ৬৫০ কোটি ইউয়ান। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের