চীনের বেসামরিক বিমান চলাচল শিল্প ২০২৫ সালে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে। সেই সঙ্গে এ খাতের সব প্রধান সূচকেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় সিভিল এভিয়েশন কর্ম সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএই) জানিয়েছে, ২০২৫ সালে এই খাতে মোট পরিবহন টার্নওভার ছিল ১৬৪ দশমিক ০৮ টন-কিলোমিটার, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি।
২০২৫ সালে যাত্রীসংখ্যা আগের বছরের চেয়ে ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৭ কোটি স্পর্শ করেছে। পাশাপাশি কার্গো ও মেইল পরিবহনের পরিমাণ ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ কোটি ১ লাখ ৭০ হাজার টনে দাঁড়িয়েছে।
সম্মেলনে সিএএই -এর প্রধান সং চিয়ংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আন্তর্জাতিক যাত্রী ২১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতে এ হার যথাক্রমে ৫৯ দশমিক ৩ শতাংশ, ৩৩ দশমিক ৪, ৩৯ এবং ১০৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বিগত বছরে এই শিল্পে মোট মুনাফা হয়েছে ৬৫০ কোটি ইউয়ান।
রেডিওটুডে নিউজ/আনাম

